জাঁকজমকপূর্ণভাবে হবিগঞ্জে পালিত হয়েছে বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল টোয়েন্টিফোর’এর দশম বর্ষপূর্তি।
সকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জন্মদিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘চ্যানেল টোয়েন্টিফোর’র হবিগঞ্জ প্রতিনিধি ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ খাঁন’র পরিচালনায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধ গোলম মোস্তফা রফিক, মো. ফজলুর রহমান, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান শামীম, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল চৌধুরী, হারুনুর রশিদ চৌধুরী, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, বিটিভির জেলা প্রতিনিধি আলমগীর খাঁন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু সালেহ মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী শওকত, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি প্রদীপ দাস সাগর, আরটিভির জেলা প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিম, আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, যায়যায়দিনের জেলা প্রতিনিধি নূরুল হক কবির, হবিগঞ্জের মুখ’র বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, সাংবাদিক মুজিবুর রহমান, সাংবাদিক টিপু চৌধুরী, ইলিয়াস আলী মাসুক। এছাড়া, জেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অতিথিরা চ্যানেল টোয়েন্টিফোরকে শুভেচ্ছা জানান এবং এই গণমাধ্যমের সাফল্য কামনা করেন। আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন। পরে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত।