আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজম আমেরিকা থেকে আসার পর গতকাল বেলা সাড়ে ১১ টার সময় প্রেসক্লাবের অফিস কক্ষে মতবিনিয় অনুষ্টিত হয়।এ সময় হামিদুল ইসলাম আজম আমেরিকাস্থ আলমডাঙ্গা উপজেলা সমিতির দেওয়া প্রেসক্লাবের উন্নয়নের জন্য ৩০ হাজার টাকা প্রদান করেন।সাধারন সম্পাদক তার বক্তব্যে বলেন আমেরিকা থাকা কালে আলমডাঙ্গা উপজেলা সমিতির সভাপতি আজিজুল হক বাবলু ও জগলুল ইসলাম টপির সাথে সাথে আলোচনা করলে তারা আলমডাঙ্গা প্রেসক্লাবের উন্নয়নে সাধারন সম্পাদক হামিদুল ইসলামের কাছে ৩০ হাজার টাকা মুল্যের নগত ২শত ৫০ ডলার প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সমিতির সাধারন সম্পাদক সুমন,সহ-সভাপতি জগলুল ইসলাম টপি, আজিমুদ্দিন,রতন জমিদার,সাংগাঠনিক সম্পাদক ফিরোজ,সহ সকল কর্মকর্তা বৃন্দ।গত ২১ জুলাই আলমডাঙ্গা উপজেলা সমিতির পিকনিকের সময় আনুষ্টানিক ভাবে আড়াইশত ডলার তুলে দেন।তাদের এই অনুদানের টাকা তুলে দেবার সময় প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু,সহ-সভাপতি আনোয়ার হোসেন,রুনু খন্দকার,সিনিয়র সাংবাদিক প্রশান্ত বিশ্বাস,যুগ্ম সম্পাদক শাহাবুল ইসলাম,তানভীর সোহেল,সাংগাঠনিক সম্পাদক মামুন,সহ সাংগাঠনিক সম্পাদক , সাহিত্য সম্পাদক জামিরুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক আতিক বিশ্বাস,ধর্মিয় সম্পাদক গোলাম রহমান চৌধুরি,সমাজ কল্যান সম্পাদক গোলাম সরোয়ার সদু,আইসিটি সম্পাদক ফাহিম ফয়সাল,রানা আহমেদ,খলিলুজ্জামান প্রমুখ।তারা সকলে আমেরিকা আলমডাঙ্গা উপজেলা সমিতির সকলকে আন্তরিক অভিনন্দন জানান।সভাপতি খন্দকার শাহ আলম মন্টু বলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিশিষ্ট লেখক,কলামিষ্ট,গল্পকার,নাট্যকার হামিদুল ইসলাম ২মাস আমেরিকায় মেয়ে,জামাইয়ের বাড়ীতে ভ্রমন শেষে গত ২৪ জুলাই বাংলাদেশে অবতরন করেন,এবং ঢাকাতে ২দিন থেকে গতকাল আলমডাঙ্গায় এসে প্রেসক্লাবে আসলে সকলে তাকে স্বাগত জানান।এ সময় হামিদুল ইসলাম আমেরিকা অভিজ্ঞতা বর্ননা করেন।