কোটা বিরোধী আন্দোলনে নিরীহ ছাত্রদের কে হত্যার তীব্র নিন্দা জানাই এবং এই নারকীয় হত্যার বিচার চাই।
নিরীহ ছাত্রদের মধ্যে দুষ্কৃতকারীরা ঢুকে পড়ে এবং এই আন্দোলনকে বানচালে ষড়যন্ত্র করে। উভয় পক্ষকে উস্কে দিয়ে গোলা পানিতে নিজেদের স্বার্থসিদ্ধির অপচেষ্টা চালায়। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।
আজ ২৭ জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেত্রকোণা ১ আসনের সাবেক দ্বাদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং ন্যাশনাল সবুজ বাংলা পার্টির কেন্দ্রীয় মহাসচিব আহমদ শফী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কোটাবিরোধী আন্দোলনে আহত ছাত্রদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার সরকারকে নিতে হবে। নিহতের সঠিক সংখ্যা বের করে যথাযত ক্ষতিপূরণ সরকারকেই দিতে হবে। কাদের ইন্ধনে এতবড় একটি দূর্ঘটনা ঘটেছে এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধন করেছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এ জাতীয় আরো খবর ....