উৎসব মুখর পরিবেশে দিনাজপুরের নবাবগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ জুলাই) দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সন্ধায় ফলাফল ঘোষনা করা হয়। ১৩ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির মধ্যে সভাপতি, সহ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহন হয়। অন্যান্য পদের প্রার্থীরা বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়। সভাপতি পদে সুলতান মাহমুদ(দৈনিক ইত্তেফাক), সহ সভাপতি আতিকুল ইসলাম চৌধুরী(দৈনিক আজকের পত্রিকা) ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিলন (দৈনিক যায়যায়দিন) নির্বাচিত হন। এ দিকে যুগ্ন সাধারণ সম্পাদক পদে রোকনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান জনি, দপ্তর সম্পাদক রেজাউল করিম স্বাধীন, কোষাধ্যক্ষ ইয়ামিন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রঞ্জিত রায়, সাহিত্য, সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক মিজানুর রহমান, ধর্ম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক রেবেকা সুলতানা, কার্য নির্বাহী সদস্য একরামুল হক, মামুনুর রশিদ, আরিফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নবাবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাফিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আল আলিমুল রাজি, নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহম্মেদ নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন।#
এ জাতীয় আরো খবর ....