চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেছেন শামীম সুলতান। তিনি ১৯৭৮ সালের ২৯ শে ডিসেম্বরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের পদমদী গ্রামের খোন্দকার শামসুল কবির ও মরহুমা সেলিনা সুলতানার ছেলে। খুলনার দৌলতপুর বিএল কলেজে থেকে এমএসসি(গণিত) এমএড কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। ২০১০ সালের ২৬ শে এপ্রিল ঢাকা মানিকগঞ্জের দৌলতপুরে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহার এলপিআর অবসরে যাওয়ায় ২০২৪ সালের ২রা জুনে ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।বিবহিত জীবনে তিনি ২ পুত্র সন্তানের জনক। তাঁর মিসেজ চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজে (পদার্থ বিজ্ঞান) প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।