মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার এলাকায় মোটরসাইকেল আরোহী মুনা দে (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার (১০ জুন) রাত সাড়ে ১০ টার দিকে মুন্সিবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
মুনা দে রাজনগর উপজেলার মুন্সিবাজার এলাকার অমল দে এর ছেলে।
স্থানীয়রা জানান, মুন্সিবাজার এলাকায় একটি দাঁড়ানো পিকআপ ভ্যানের পেচনে ধাক্কা মারে মোটরসাইকেল আরোহী মুনা দে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।