বুড়িচং ও মুরাদনগরে বর্তমান দুই চেয়ারম্যানের উপরই আস্থা রেখেছেন ভোটাররা। আর ব্রাহ্মণপাড়া এবং দেবিদ্বারে নির্বাচিত হয়েছে দুই নতুন মুখ।
কুমিল্লার ৩ উপজেলায় জিতলেন এমপির স্বজন।
উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে (বাম থেকে) বুড়িচংয়ে আখলাক হায়দার, ব্রাহ্মণপাড়ায় আবু তৈয়ব অপি, দেবিদ্বারে মামুনুর রশীদ মামুন এবং মুরাদনগরে আহসানুল আলম সরকার কিশোর নির্বাচিত হয়েছেন।