সিরাজগঞ্জ প্রতিনিধি: তৃতীয় ধাপে বুধবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের ১৬০টি কেন্দ্রের অধিকাংশ ভোটকেন্দ্রে চরম ভোটার আকাল লক্ষ করা গেছে। দুপুর ১২টার দিকে শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম সকোরি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, এ কেন্দ্রের ৬টি বুথের মধ্যে একটিতেও ভোটার উপস্থিত নেই। প্রিজাইডিং-পোলিং ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়জিত আনসার ও পুলিশ যে যার মতো বসে অথবা দাঁড়িয়ে খোস গল্প করছেন।
এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাহিত্যিক বরকত উল্লাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আবু সুফিয়ান বলেন, এ কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ১ হাজার ৭০৬ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ১৬১টি। ভোট প্রদানের হার মাত্র ৩%। ভোট শুরুর ২ ঘণ্টা পর সকাল ১০টার রিডিংয়ে দেখা যায় এ কেন্দ্রের ১ নম্বর বুথে ১০ ভোট, ২ নম্বর বুথে ৮ ভোট, ৩ নম্বর বুথে ৯ ভোট, ৪ নম্বর বুথে ৩ ভোট, ৫ নম্বর বুথে ৫ ভোট ও ৬ নম্বর বুথে ১ ভোট পড়েছে।
অপরদিকে দুপুর ১২টার দিকে একই ইউনিয়নের রূপনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি না থাকায় এক মহিলা আনসার সদস্য চেয়ারে বসে ঘুমাচ্ছেন। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জনতা ব্যাংক বাঘাবাড়ি শাখার সিনিয়র অফিসার কামরুজ্জামান জানান, দুপুর পর্যন্ত এ কেন্দ্রের ৯ নম্বর বুথে ৩ ভোট ও ১০ নম্বর বুথে ১৩ ভোট পড়েছে। মোট ৩ হাজার ৪৭৬ ভোটের মধ্যে ভোট পড়েছে ৩০০টি। ভোট প্রদানের হার মাত্র ৮%।
সাধারণ ভোটারদের মন্তব্য প্রার্থীরা বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে মিটিং মিছিল করলেও ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা না করায় তারা ভোট দিতে আগ্রহ দেখায়নি। এ ছাড়া শাহজাদপুর উপজেলা জুড়ে ধানকাটা শুরু হওয়ায় ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে আনেনি। ফলে ভোটকেন্দ্রগুলিতে ভোটার আকাল দেখা গেছে।
এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ্ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। ফলে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়েছে। এখান ভোট গণনা চলছে।’