চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে দশজন গুণীশিল্পীকে ২০২২-২৩ সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ডিসি সাহিত্য মঞ্চে সম্মাননা হিসেবে উত্তরী, মেডেল, নগদ অর্থ, সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২২ পদক প্রাপ্ত গুণীশিল্পীরা হলেন- মোঃ জয়নাল আবেদীন (যাত্রাশিল্পি), বাউল পরিষদ (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক), বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন), মোঃ আছমত আলী বিশ্বাস(কন্ঠশিল্পি), চিত্তরঞ্জন সাহা চিতু(আবৃতি) এবং জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৩ পদক প্রাপ্ত গুণীশিল্পীরা হলেন- আতিকুর রহমান(সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন), মোঃ ইকবাল হোসেন (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন), তুহিন সুলতানা(কন্ঠশিল্পি), আলাউদ্দিন উমর (নাট্যকলা), আসিফজাহান (আবৃতি)।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন- বাঙালি জাতি গুণীদের সম্মান দিতে জানে বলেই এ ভূখণ্ডে বঙ্গবন্ধুর মতো মহান ব্যক্তিত্বের জন্ম হয়েছে। যার সুমহান নেতৃত্বে আমরা অর্জন করেছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণী জন্মায় না। সমাজে তথা রাষ্ট্রে যেসব গুণী ব্যক্তি বাস করেন তাদের প্রাপ্য সম্মানটুকু দেয়া আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। জাতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে শিল্প, সাহিত্য চর্চার বিকল্প নেই। শিল্প সাংস্কৃতি চর্চার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। সোনার মানুষ হতে সাংস্কৃতিক চর্চা করতে হবে। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মূল্যবোধকে জাগ্রত করতে হবে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা পুলিশ সুপার (পিপিএম)-সেবা আর এম ফয়জুর রহমান চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা ।
এ জাতীয় আরো খবর ....