গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও আসসালাম ফুযালা পরিষদ (লাফনাউট মাদ্রাসা) এর প্রচার সম্পাদক, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীকে তিনি পেয়েছেন ৩০ হাজার ৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিওবয়েল প্রতীকে শ্রমিক নেতা কুতুব উদ্দিন ১৭ হাজার ৭’শ ভোট পেয়েছেন।
এদিকে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীক নিয়ে জেলা বিএনপির বহিস্কৃত (কোষাধ্যক্ষ) নেতা শাহ আল স্বপন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল নিয়ে খোদেজা রহিম কলি।
উপজেলার ১৩টি ইউনিয়নে ৮৪ সেন্টারে ভোট গ্রহণ করা হয়। সর্বমোট ৭০৬১৮ ভোট কাস্টিং হয়েছে।
এ জাতীয় আরো খবর ....