আব্দুল মান্নান বেলকুচি সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১৬ মে দুপুর ২ টার সময় পৌর এলাকায় আলহাজ্ব সিদ্দিকী উচ্চ বিদ্যালয় মাঠে বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা উপরে হামলা ঘটনা ঘটে।
সেই হামলার ভিডিও মুঠোফোনে ধারণ করতে গেলে দৈনিক মানবজমিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি ও বেলকুচি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক। আবু মুছাকে পিটিয়ে আহত করেন হামলাকারীরা।
সাংবাদিক আবু মুছার মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। এক পর্যায় হামলাকারীরা সাংবাদিক আবু মুছাকে অকথ্য ভাষা গালাগালি ও প্রাণনাশের হুমকি দিয়ে জান। আহত সাংবাদিক আবু মুছাকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দৈনিক মানবজমিনের বেলকুচি প্রতিনিধি আবু মুছা তিনি জানান, দুপুরে দিকে সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডলের পিএস তার কিছু লোকজন নিয়ে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের মধ্যে ঢুকে পড়েন। তখন গোপন সূত্রের তথ্য পেয়েছি যে সেখানে একটা বড় ধরনের হামলার ঘটনা ঘটতে পারে। আমি সহ আরও কয়েকজন সংবাদ কর্মী পাঁচ মিনিটের মধ্যে সেখানে উপস্থিত হই।সেখানে আমরা যাওয়া মাত্র মেয়রের ওপর এমন হামলার ঘটনা দেখতে পেয়ে আমি মুঠোফোনে ছবি তুলতে নেই । তখনি তাঁরা আমার ওপরে হামলা করে আমার মুঠোফোনটি হামলাকারীরা ছিনিয়ে নিয়ে যায়।
সাংবাদিকের উপরে হামলার ঘটনা বিষয়টি
বেলকুচি থানা ইনচার্জ আনিছুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন।ঘটনাটি আমি জানি, ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের গ্রেফতার অব্যহত আছে।