মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা হাঁসাড়া ইউনিয়ন আঃলীগের সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন মুকুলের বিরুদ্ধে সরকারী জমি দখলসহ নানা অভিযোগ উঠেছে।
বীরতারার সাতগাঁও এলাকা দিয়ে বয়ে যাওয়া সরকারী খাল দখল করে গড়েছেন সদাই ঘর নামে ফাস্ট ফুড। এখানে অনৈতিক কর্মকান্ড চলে বলেও জানান এলাকাবাসী।হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি,মোঃ আক্তার হোসেন হতে কৌশলে বিদ্যালয়ের মালিকানাধীন একটি দোকান বাগিয়ে নেন মুকুল।শ্রীনগর থানার সামনে আদম পাচারের কালো টাকায় সদাইঘর নামে প্রতিষ্ঠান তৈরি করেন,সেখানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালত কয়েক দফায় অভিযান পরিচালনা করেন,বাধ্য হয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন মুকুল।
তার বেপরোয়া কর্মকান্ডে চরম ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় এলাকাবাসী। তথ্যানুসন্ধানে জানা যায়,তার পূর্ব সকল পুরুষ বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকলেও নিজের আদম ব্যবসার চাপ সামলাতে বড় মাপের লেন-দেনের মাধ্যমে অযোগ্য হয়েও ইউনিয়ন রাজনীতির গুরুত্বপূর্ণ পদ টি বাগিয়ে নেন মুকুল।দায়িত্ব বন্টনকালে নীতিহীনতার অভিযোগে জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন প্রকাশ্য হামলার শিকার হওয়ায়,কাউন্সিল সম্ভব না হলেও পরবর্তীতে বর্ধিত সভা না করেই তাকে পদায়ন করা হয়।
সরকারী জমিদখলসহ নানা অভিযোগের ব্যাপারে হাঁসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মুকুল এর কাছে জানতে তার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
সড়ক ও জনপথ(সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুস হোসাইন বলেন, সড়ক ও জনপথের জায়গা দখলের বিষয়টি আমাদের চলমান প্রক্রিয়া। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।