চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও জীবননগর উপজেলায় অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন- ২০২৪ উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে দর্শনা অডিটোরিয়ামে ৭ মে সকাল ১১টায় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে আগামী ৮ মে ২০২৪ খ্রিঃ অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে ডিউটিতে নিয়োজিত চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার-ফোর্সদের নিয়ে নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনী ব্রিফিংয়ে আর এম ফয়জুর রহমান, পিপিএম- সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. কিসিঞ্জার চাকমা, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, চুয়াডাঙ্গা।
পুলিশ সুপার দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করতে নির্বাচন ডিউটিতে কর্মরত পুলিশ সদস্যদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের সমন্বিতভাবে পক্ষপাতিত্ব, অত্যুৎসাহী ও শিথিলতা পরিহার করে অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করার নির্দেশ প্রদান করেন।
উক্ত ব্রিফিং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); চুয়াডাঙ্গা; মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); রোকসানা মিতা, উপজেলা নির্বাহী অফিসার, দামুড়হুদা; জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গাসহ নির্বাচন ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স।