রাজশাহীর পবা উপজেলার চরশ্যামপুর এলাকায় পদ্মা নদীতে গোলস করতে নেমে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহত ৩ জনের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে তারা গোসল করতে নেমেছে নিখোঁজ হয়। বেলা পৌনে ৩ টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাঁশ উদ্ধার করে।
মৃতরা হলো, কাটাখালি পৌরসভার ৫ নং ওয়ার্ডে বাখরাবাজ দক্ষিণপাড়ার রেন্টুর ছেলে যুবরাজ (১২), নুর ইসলামের ছেলে নুরুজ্জামান (১৪) ও লিটনের ছেলে আরিফ (১৪)। তারা তিনজনের মাদ্রাসার ছাত্র।
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, এক সঙ্গে ৭ জন গোসল করকে নেমে একজন ডুবে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে আরও ২ জন ডুবে গিয়ে নিখোঁজ হয়।
তিনি বলেন, দেড়টার দিকে আমারা খবর পেয়ে ঘটনাস্থালে যায়। পরে ডুবরি দল ওই এলাকায় তল্লাশী চালায়। এর পর ২ টার থেকে পৌনে ৩ টার মধ্যে এক এক করে ৩ জনের লাঁশ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যদের কাছে লাঁশগুলো হস্তান্তর করা হয়েছে।