রাজশাহী মহানগীর কাটাখালীতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ১ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে কাটাখালীের মাসকাটা দিঘি এলাকায় এ ঘটনা ঘটে ।
এ ঘটনায় আহত মোস্তাকুল হোসেনের ছেলে হৃদয় (২৬), কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে ।
আহত ব্যাক্তির স্বজনরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে হৃদয়কে ছুরিকাঘাতে আহত করা হয়েছে । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। এবিষয়ে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছি ।
এ ব্যাপারে কাটাখালি থানার ডিউটি অফিসার জানান, থানায় অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।