রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ -২ আদালতের বিচারক জনাব মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক বুধবার (২৭ মার্চ) এক রায় ঘোষণা করেন।রায়ে আসামী শ্রী ননী গোপাল সরকার, পিতা মৃত: ভূপেন্দ্র নাথ সরকার, সাং – হাসানপুর,থানা বাগমারা,জেলা রাজশাহীকে ০৪ (চার) বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা, অনাদায়ে আরও ০৪(চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণা কালে আসামী আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায় যে, বাগমারা থানা এলাকায় RAB -5 জিডি নং ১১৯ তারিখ ১১/০৮/২০১২ ইং মুলে টহল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীগঞ্জ বাজার পাকা রোডস্থ হাসানপুর, কালিতলা মোড় হতে আসামীর মাথায় থাকা খাকি কাগজের কার্টুনসহ আসামী ননী গোপাল সরকার(৪৫) , পিতা মৃত: ভূপেন্দ্র নাথ সরকার, সাং – হাসানপুর,থানা বাগমারা,জেলা রাজশাহীকে আটক করে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশী করে উক্ত খাকি কাগজের মধ্যে ছোট ১২টি করে ১৮ টি কার্টুন সর্বমোট ২১৬ টি (দুইশত ষোল) টি বোতলে এলকাহোল যাহার গায়ে ইংরেজিতে Alcohol 90% v/v লেখা অবস্থায় পাওয়ায় আসামীকে গ্রেফতার করে ১১/০৮/২০১২ ইং তারিখে। বাগমারা থানার মামলা নং ১৫, জিআর নং ২৯৭/১২(বাগমারা), তাং-১১/২০১২ মামলাটি দায়ের করেন।পরবর্তীতে ১৯ কার্যদিবস মামলাটি মাজি: আদালতে ছিল।আসামীর নামে চার্জশিট নং ২৭৮, তাং ০৫/১১/২০১২ দাখিল করলে মামলাটি জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ -২ আদালতের বিচারক জনাব মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এর আদালতে বদলী হয়ে আসে যার দায়রা মামলা নং ৩৬/২০১৩ ।সমস্ত বিচার প্রক্রিয়া শেষে, যেমন অভিযোগপত্র গ্রহণ,চার্জ গঠন, ০৮ (আট) জন সাক্ষীর, জেরা জবানবন্দি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুধবার(২৭ মার্চ) বেলা প্রায় বারো ঘটিকায় এ রায় ঘোষণা করেন।
বিজ্ঞ আদালত আদেশে লিখেন রাষ্ট্রপক্ষ ১৯৯০ এর ২২(গ) ধারায় আসামীর বিরুদ্ধে সহেন্দাতীত ভাবে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় আসামী শ্রী ননী গোপাল সরকারকে ০৪(চার) বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০/- জরিমানা অনাদায়ে আরও ০৪(চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হল।
আদালত সূত্রে জানা যায় ৮১ টি কার্যদিবস শেষে বিজ্ঞ আদালত রায় ঘোষণা করেন। বিজ্ঞ বিচারক আদালতের বিচারক জনাব মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক জানান দ্রুত মামলা নিষ্পত্তির জন্য আদালত কাজ করে যাচ্ছে।
মামলাটির বাদী অর্থাৎ রাষ্ট্রপক্ষে ছিলেন এডভোকেট আসাদুজ্জামান মিঠু অপরদিকে আসামীপক্ষে ছিলেন এডভোকেট জাহাঙ্গীর আলম – ১ ।উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য নেয়ার চেষ্টা করে তাদের না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।