চকমিরপুর ইউনিয়ন এর শামিম হোসেন সবুজ পিতা:- মো: হারুনুর রশিদ এর সাথে জমি নিয়ে বিরোধের জের করে বাড়ীতে ঢুকে মাসুদ ও তার সহযোগীরা বাড়ির সকলকে বেধরক মারপিট এর ঘটনা ঘটায়।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের ইটভাটা সংলগ্ন শামিম হোসেন সবুজদের বাড়িতে ঢুকে একিই ইউনিয়নের শাহিন,যুবলীগ নেতা মাসুদ,ও তার সহযোগীরা মিলে হামলা করে বেধরক মারধর করে বলে যানা যায়।
ঘটনাটি ঘটে ২১শে মার্চ বিকালে যুবলীগ নেতা মাসুদ ও তার সহযোগীরা বাড়ীতে উঠে ওয়াল ভাংচুর করে, এবং সামনে থাকা সবাইকে এলোপাথারি মারপিট করতে থাকে এতে সবুজের মা, বোন গুরুতর আহত হয়,এবং সবুজের গর্ভবতী স্ত্রী গুরুতর আহত হয়।সকলকে দৌলতপুর উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।সবুজের স্ত্রীর ব্লিডিং হতে থাকে , তাকে সাথে সাথে উন্নত চিকিৎসার জন্য মুন্নু মেডিকেলে পাঠানো হয়। অন্তঃসত্ত্ব হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক বলে যানা যায়।
এ দিকে সবুজ বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করায় পুলিশ হামলা কারী ৩ জনকে গ্রেফতার করে থানায় ধরে নিয়ে আসে।তাদের আইন মোতাবেক ব্যবস্হা নেওয়া হয়েছে বলে জানাযায়।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার আদিত্য যানান দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলছিল,তার জের হিসেবে বিবাদিরা অনিধিকার বলে অন্যায় ভাবে বাড়িতে ঢুকে মারধর করে তাই তাদের অন্যায়ের ধারা মতে মামলা দিলে তাদের সাজার ব্যবস্হা করা হয়।মামলা চলোমান রয়েছে এবং তিন আসামি গ্রেপতার করা হয়েছে,বাকিদের গ্রেপতারের চেষ্টা চলমান রয়েছে।