শ্রীনগর উপজেলার ষোলগর ইউপির উম পাড়া মৌজায় ভূয়া আবাসন প্রকল্প এসেন্ড টাউনের মাধ্যমে গ্রাহকদের সাথে প্রতারনার অভিযোগ পাওয়া গেছে । কোন রুপ আইনের তোয়াক্কা না করে ঢাকা সহ বিভিন্ন স্হানে অফিস খুলে থ্রী ডি এনিমেশান দেখিয়ে প্লট বিক্রি করা হচ্ছে।বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড সংলগ্ন ষোলঘর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড উমপাড়া বটতলা এলাকার
পূর্ব পাশে জমি ভাড়া নিয়ে গ্রাহকের সাথে প্রতারনায় নেমেছে কথিত আবাসন কোম্পানি “এসেন্ড টাউন”।অনুসন্ধানে কোন প্রকার নথি-পত্র,ক্রয়কৃত বা চুক্তিকৃত পয়েন্ট পরিমাণ জমিও খুঁজে পাওয়া যায়নি।তবে ঢাকার বনশ্রীতে “পূর্বাচল এসেন্ড টাউন” নামে আরেকটি প্রতিষ্ঠান রয়েছে।ভুয়া আবাসন কোম্পানির মালিকের স্হানীয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন ষোলঘর ইউনিয়ন বিএনপি যুবদলের সভাপতি পদপ্রার্থী
মোঃ সেলিম এবং তার আপন সহোদর
ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগ
৮ নং ওয়ার্ড এর সাবেক সাধারণ সম্পাদক শাহিন হোসেন,উভয় পিতা তোফাজ্জল হোসেন।এ ব্যপারে ভূয়া আবাসন মালিকের স্হানীয় প্রতিনিধি মোঃ সেলিমের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি এ কোম্পানি তে চাকুরী করি।কোন পদে আছেন? জানতে চাইলে বলেন,তিনি এখানকার শ্রমিক।শ্রমিক হওয়ায় কোম্পানির সম্পর্কে তার কিছুই জানা নাই।
শ্রীনগর সহকারী কমিশনার(ভূমি) সাফফাত আরা সাইদ বলেন,এদের কোন অনুমোদন নেই,খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে।