কাঁটা মুকুট ফুলের গল্প বড়ই মনোমুগ্ধকর,
কাঁটা মুকুট তার গায়ে লেগে থাকা হাজার হাজার কাঁটার তীক্ষ্ণ ধার ভেদ করে উপরে উঠে আসে ।
তারপর সে ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে থাকে ।
এরপর কিছু সবুজ পাতা,
প্রকৃতি আর বাগানের মালির দেওয়া খাদ্য,
পুষ্টি নতুন আশা আর অনুপ্রেরণা নিয়ে সে আবার পরিশ্রম শুরু করে,
মানে কলি থেকে ফুলে পরিনত হতে শুরু করে ।
তার রং, শোভা ও সৌন্দর্য দেখে প্রজাপতি ছুটে আসে,
সকলে মুগ্ধ হয় আর তার তিন বন্ধু মালি ,
পাতা আর প্রকৃতি তাকে নিয়ে গর্ব করে।সকলে এই তিনজন কে বাহবা ও দেয়।
আর বড় কথা হলো,
এই ফুল কখনো একা ফোটে না।তার সাথে আরো অনেক কে নিয়ে ফোটে।কথিত আছে,
যার ফোটার সে যেকোনো মূল্যে ফুটবেই।
এর মাঝে কাঁটা কে সবাই একপ্রকার ভুলেই যাই ।
তাকে কেউ শুভ কাজে আর স্মরণ করে না,
তাকে অশুভ বলেই একপ্রকার মনে করে ।
কিন্তু ভাববার মতো ব্যাপার হলো,
যদি কাঁটা না থাকত তাহলে এই ফুলের এতো শোভা,
এতো সৌন্দর্য আর এতো প্রশংসা কি হতো???
আর আমার নজর ও কী হাজার হাজার ফুলের মধ্যে এই কাঁটা মুকুট এ এসে আটকে যেত?????