” ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ”প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহ ২০২২ পালিত হয়েছে।দিবসটি ঘিরে
আজ সকালে বর্নাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জনাব শাশ্বতী শীল,সদর উপজেলা নির্বাহী অফিসার, সাদিয়া ইসলাম, (এসিল্যান্ড) কালিয়া উপজেলা ভূমি কর্মকর্তা জনাব জহুরুল ইসলাম,সদর ভূমি কর্মকর্তা ( এসিল্যান্ড) সদর জনাব মোঃ রুহুল কুদ্দুসহ ভূমি অফিস, সাব রেজিস্ট্রার অফিসেত অন্যান্য কর্মকর্তা – কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন, এসময় প্রধান অতিথি ভূমি সেবা প্রত্যাশীদের হাতে এল এ চেক, পর্চা, নামজারির ডকুমেন্ট তুলে দেন। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।