“শিক্ষিত মা সুরভিত ফুল, প্রতিটি ঘর হোক একটি স্কুল” শিরোনামে মাধবপুর মডেল হাই স্কুলে নবীন বরণ উৎসব, মা সমাবেশ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, আলোচনা সভা এবং বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের মাধবপুর মডেল হাইস্কুলে সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠানে অত্র স্কুলের সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য ছরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গার বিশিষ্ট কবি আসিফ জাহান ৷
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আশরাফ জাহান আবেদ এর সার্বিক পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক পিন্টু রহমান, খন্দঃ হামিদুল ইসলাম আজম (কবি, নাট্যকার ও সাংবাদিক), আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, কবি গোলাম রহমান চৌধুরী (কামালপুর), বাংলাদেশ প্রেসক্লাব ইবি থানা শাখার সাধারণ সম্পাদক কবি আজাদ সানি, সাংগঠনিক সম্পাদক কবি ইজাবুল হক প্রমূখ ৷
এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের মা, অভিভাবকসহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ৷
পরে বিদ্যালয়ের সভাপতি ছরোয়ার হোসেন এবং প্রধান শিক্ষক আশরাফ জাহান আবেদ সহ শিক্ষকমন্ডলী এসএসসি’র বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল সম্মাননা ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন ৷
অনুষ্ঠানের শেষ পর্বে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷