কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের হালসা এলাকার শুপুকুরিয়া গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী হারুন অর রশিদের ছোট ভাইয়ের স্বরনে “মরহুম ফরহাদ মালিথা স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷
এইচ পি এগ্রোফুড ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক হারুন অর রশিদ এর সভাপতিত্বে রবিবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে হালসা কলেজ মাঠে অনুষ্ঠিত ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুকুল সাইফুল ৷
উক্ত ফাইনাল খেলায় পুলিশ অফিসার নজরুল ইসলামের দল হালসা ব্রাদার্স একাদশ ৬২ রানের ব্যবধানে জয় লাভ করে চ্যাম্পিয়ন এবং পুলিশ সদস্য রুহুল আমিনের দল আমবাড়ীয়া দিগন্ত ক্লাব রানার্সআপ হিসেবে জয়যুক্ত হয় ৷
হালসা ক্রীড়া সংঘের আয়োজনে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন মুসা, হালসা ক্যাম্প ইনচার্জ এসআই সুমন চ্যাটার্জি, আ.লীগ নেতা মনিরুজ্জামান বাবু, রফিকুল ইসলাম বাবু, প্রথম শ্রেনীর ঠিকাদার আহাম্মদ আলী, শাজাহান আলী প্রমূখ ৷
খেলা শেষে সন্ধ্যার দিকে অতিথিরা চ্যাম্পিয়ন দল হালসা ব্রাদার্স একাদশ এবং রানার্সআপ আমবাড়ীয়া দিগন্ত ক্লাবের হাতেও পুরষ্কার তুলে দেন ।
খেলার ধারাভাষ্যকার হিসেবে ছিলেন লিটন মেম্বার ও মুরাদ আলী ৷