গুনীজনে কদর করি- সম্মানিত জীবন গড়ি” স্লোগানে ফরিদপুরের ভাঙ্গার বিশিষ্ট শিক্ষক, সাংস্কৃতিবান সমাজ সচেতন ব্যক্তি আজগর আলী এর অকাল মৃত্যুতে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২১ শে মে বিকাল ৪ঃ৩০ মিনিটে ভাঙ্গা উপজেলার কোর্ট কম্পাউন্ডে ওরিয়েন্টাল লাইব্রেরিতে সভাকক্ষে অনুষ্ঠিত নাগরিক শোক সভার সভাপতিত্ব করেন ভাঙ্গার সাধারণ নাগরিক সমাজ এর আহবায়ক সাবেক অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালী ও সঞ্চালনা করেন নাগরিক সমাজ এর সদস্য মোস্তাক খান। উক্ত সভার শুরুতে শিক্ষক আজগর আলী সহ বিগত দিনে ভাঙ্গা ও দেশের বিভিন্ন ব্যক্তিত্বের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা পালন শেষে শোক সভায় তার সংক্ষিপ্ত জীবনী পাঠ করা হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন, ভাঙ্গার সাধারণ নাগরিক সমাজ এর প্রতিষ্ঠাকালীন সদস্য মাতুব্বর তোফায়েল হোসেন, উদীচী শিল্পী গোষ্ঠী ভাঙ্গা উপজেলার সভাপতি বেনজির আহমেদ, ভাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান কমিউনিস্ট নেতা সুধীন সরকার মঙ্গল, ভাঙ্গা উপজেলার সিনিয়র সাংবাদিক ওবায়দুর রহমান সম্রাট,আব্দুল্লাহবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীনেশচন্দ্র রায়,শিক্ষক প্রদীপ দত্ত প্রমূখ।শোক সভায় বক্তব্য কালে বক্তাগণ ভাঙ্গার বিশিষ্ট নাগরিক শিক্ষক আজগর আলীর সমাজের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।শোক সভায় উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সূধীজন ও প্রয়াত আজগর আলীর পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন। আজগর আলী গত ১৩ ই মে মাঝরাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ মে ২০২২ ভোরে মৃত্যু বরণ করেন। আজগর আলী জীবনদশায় ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া শেষ করেন। পারিবারিক ভাবে অস্বচ্ছতার মধ্যদিয়ে পড়াশোনা শেষ করেন।