মোহনপুরে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা মামলার প্রধান আসামী স্বামী শিমুল হোসেনকে (২৪) গ্রেফতার করে থানা পুলিশ। ২১ মে শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেক্ষ, গত সাত মাস আগে মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামের অাশরাফ অালীর ছেলে শিমুলের সাথে একই উপজেলার ঘাসিগ্রাম গ্রামের মাজেদুল ইসলাম মৃধার মেয়ে কারিমা অাক্তার মিমের (২০) বিয়ে হয়। এর পর যৌতুকের জন্য প্রায় তাকে নির্যাতন করা হতো।
গত শুক্রবার বিকেলে কারিমাকে স্বামী এবং শাশুড়ি মিলে মারধর চালায়। তারপর অবস্থা বেগতিক দেখে গলায় ফাঁস নেয়ার অপপ্রচার চালিয়ে বলে উপজেলা স্বাস্থ্য নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক কারিমাকে মৃত ঘোষনা করেন।
এসময় হাসপাতালে মরদেহ রেখে স্বামী ও তার পরিবারেরর লোকজম কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। রাতে নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় ৩জনকে আসামী করে থানায় নির্যাতনের পর হত্যা মামলা দায়ের হয়েছে। প্রধান আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।