ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজন।
সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুবেল হুসেন,হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আলমগীর, মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিঞা,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য আনিসুজ্জামান শান্ত,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি,উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান, গেদুড়া ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, আমগাঁও ইউপি চেয়ারম্যান হবিবর রহমান,ডাঙ্গীপাড়া ইউপি চেয়ারম্যান আহসান হাবীব,হরিপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান সরকার, হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ সাংবাদিক বৃন্দ ।