খুলনায় চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম, অনুমোদনবিহীন ল্যাব পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন পরিচালনার জন্য র্যাবের পরিচালিত ভ্রাম্যমান আদালত কর্তৃক ০২ টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করেছে র্যাব-৬।
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৭ জানুয়ারি ২০২৪ তারিখ র্যাব-৬, স্পেশাল কোম্পানি, খুলনার আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কেএমপি খুলনার হরিণটানা থানাধীন মোহাম্মাদনগর এলাকায় ছফুরা ক্লিনিক ও মোহাম্মাদনগর হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম, অনুমোদনবিহীন ল্যাব পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন পরিচালনা করে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি সহকারী কমিশনার স্থানীয় সরকার শাখা জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা এর সহযোগীতায় মোহাম্মাদনগর, গল্লামারি এলাকায় ছফুরা ক্লিনিক ও মোহাম্মাদনগর হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় ছফুরা ক্লিনিক এর মালিক মোঃ জিয়াউর রহমান (৩৩), পিতা-আনোয়ার হোসেন, গ্রাম-মোহাম্মাদনগর, গল্লামারি, খুলনাকে চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম করায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ মোতাবেক ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদন্ড এবং মোহাম্মাদনগর হসপিটাল এন্ড ডায়াগনস্টি সেন্টার এর মালিক মিসেস নুরুননাহার (৪১), পিতা-নুরুল আমিন মোল্লা, গ্রাম-মুন্সিপাড়া ১ম গালি, খুলনা সদর, খুলনাকে চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম করায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ মোতাবেক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকাসহ সর্বমোট ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
জরিমানার অর্থ সংশ্লিষ্ঠ ব্যক্তি তাৎক্ষণিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয়েছে।