প্রত্যক্ষদর্শীরা জানান, এমপি সাফারি নামের একটি বাস, রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর বাজার থেকে ছেড়ে পুঠিয়া উপজেলার দিকে যাচ্ছিলো। সকাল সোয়া ১০ টার দিকে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল বাইকারকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতেরা হলেন, পুঠিয়ার তেঁতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে মো. হোসেন (২৫) ও তার ভাতিজা সাঈদ সারোয়ার (২২)। সাঈদ সারোয়ারের বাবার নাম জেকের আলী।
এবিষয়টি পুঠিয়া থানার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, একটি মোটরসাইকেলে চড়ে সাঈদ সারোয়ার ও মো. হোসেন পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিলেন। আর তাহেরপুর থেকে পুঠিয়ার দিকে আসছিল এমপি সাফারি নামের একটি বাস। মোটরসাইকেলের গতি ছিল বেশি। কাঁচুপাড়া হোসেনের বটতলা নামক স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর দুইজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। বেলা পৌনে ১২টা পর্যন্ত মরদেহ দুটি ঘটনাস্থলেই পড়ে ছিল।
ওসি আরও জানান, ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। ঘটনাস্থলে বাস আছে। লাঁশ দুটি উদ্ধার করে রাজশাহী মেডিকের কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। তাদের পরিচয় জানা যায়নি। জানার চেষ্টা চলছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, পরিবার মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে।