চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন আলিনগর ইউনিয়নের ইমামনগর এলাকায় র্যাব-৫ এক অপারেশন পরিচালনা করে একটি শুটারগান ও ১৫ বোতল ফেনসিডিলসহ মোঃ সামিন আলী নামের এক যুবককে গ্রেফতার করে।
আসামি মোঃ সামিন আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার ইমামনগর গ্রামের মোঃ একরামুল হকের ছেলে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহী সিপিএসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন আলীনগর ইউনিয়ন ইমামনগর এলাকায় নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য বিক্রয় উদ্দেশ্যে মজুদ রেখেছে। সংবাদ পেয়ে র্যাবের টিম পৌঁছায় এবং বসতবাড়ি ঘেরাও করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি বাড়ির ভেতর থেকে পালানোর চেষ্টা কালে বাড়ির মেইনগেটে ১ জনকে আটক করে এবং অপর একজন অজ্ঞতানামা ব্যক্তি রাতের অন্ধকারে দ্রুতগতিতে দৌড়িয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তার বাড়ি তল্লাশি করে ঘরের প্রবেশদ্বারে থাকা খড়ের মাচার ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ওয়ান শুটারগান ও ফেনসিডিল উদ্ধার করে র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে, সে দীর্ঘদিন থেকে মাদক ব্যাবসার সাথে জড়িত বলে জানাই। তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত এলাকায় অবৈধ মাদক ব্যবসা করে আসছে এবং উদ্ধারকৃত ওয়ান শুটারগান অবৈধভাবে মাদক ব্যবসায়ী এলাকায় অধিপত্য বিস্তারের উদ্দেশ্য নিজ হেফাজতে রেখেছিল।
আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।