ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বনগাঁও মাদ্রাসা মাঠে পথসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার বনগাঁও মাদ্রাসা মাঠে উপজেলা আওয়ামীলীগের সদস্য আল-মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও -২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদ-প্রার্থী আলী আসলাম জুয়েল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ শামীম ফেরদৌস টগর, হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, দিনাজপুর শিক্ষা বোর্ডের অবসরপ্রাপ্ত বোর্ড কন্ট্রোলার তোফাজ্জল রহমান, হরিপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নগেন কুমার পাল, সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক সম্পাদক অ্যাড্যাভোকেট মোজাফফর আহমেদ মানিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রধান, সাংগঠনিক সম্পাদক দেবদাস, হরিপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম রেজা,ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম, হরিপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোনাব্বর হোসেন প্রমূখ।