দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করায়শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের কৃষক শ্রমিক জনতা লীগ (গামছা) মনোনীত সংসদ সদস্য প্রার্থী
মো. সুন্দর আলীকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে
নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের দায়িত্বে থাকা ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. আশরাফুল কবির এ জরিমানা করেন।
জানা গেছে, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের কৃষক শ্রমিক জনতা লীগ (গামছা) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. সুন্দর আলীর প্রতিনিধিরা দেয়ালে পোস্টার সাঁটিয়ে আচরণবিধি ভঙ্গ করেছেন। পরে প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের দায়িত্বে থাকা ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. আশরাফুল কবির বলেন, নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি রক্ষা কাজ করছে রিটার্নিং অফিস। নিয়মিত পর্যবেক্ষণে আচরণবিধি লঙ্ঘন ধরা পড়ায় এ প্রার্থীকে জরিমানা করা হয়েছে। এমন অভিযান নির্বাচনের আগ পর্যন্ত অব্যাহত থাকবে।