সাভারের আশুলিয়ায় পৃথক অভিযানে ৭শত ৯২ গ্রাম হেরোইন, ১শত ৫০ বোতল ফেনসিডিল ও ৭ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আশুলিয়ার মোজারমিল ও বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৪, সিপিসি-২ এর একটি দল। পরে মাদকসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার মো: রবিউল ইসলাম (৪০), মোসাঃ জুলেখা খাতুন (৩২), রাজশাহী জেলা মোঃ মাবুদ আলী (৩৬), ও মোঃ আসাদ আলী (১৯)।
র্যাব সূত্রে জানা যায়, তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন, ফেন্সিডিল এবং গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই ও আশুলিয়ার নিকটবর্তী বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলো।
এবিষয়ে র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭শত ৯২ গ্রাম হেরোইন, ১শত ৫০ বোতল ফেনসিডিল ও ৭ কেজি গাঁজা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।