আশুলিয়ায় মহাসড়কে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় চার বিএনপি কর্মীসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোবাবার (২৪ ডিসেম্বর) সকালে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে বিএনপির চার কর্মী ও পৃথক অভিযানে ইউনিক এলাকা থেকে জামায়াতের তিন কর্মীদের গ্রেফতার করে পুলিশ। পরে আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মৃত আ: হালিমের ছেলে মোহাম্মদ আলী ঝন্টু (৪৩), মৃত আকবর হোসেনের ছেলে মো. মজিবুর রহমান (৫৫), চান মিয়ার ছেলে মো. বাবুল (৪০) এবং আলম বাদশার ছেলে রবিউল ইসলাম (২৮)।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নোমান ছিদ্দিক বলেন, ২১ নভেম্বর রাতে বাড়ইপাড়া এলাকায় সাভার পরিবহনের বাসে অগ্নিসংযোগের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে এই মামলায় মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে গেল ৩১ জুলাই সকালে আশুলিয়ার জিরাবো বাসস্ট্যান্ড এলাকায় তত্ত্বাবধায়ক সরকার ও জামাতের আমির শফিকুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীদের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে সড়কে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতের তিন কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মো.ওজিউল্লাহ ছেলে শামসুল আলম (৩৫), মোসলেম উদ্দীনের ছেলে ওমর ফারুক, এবং সিরাজুল ইসলামের ছেলে মাহাবুবুর রহমান (৩৮)।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) জামাল সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তারা জামায়েতের সক্রিয় কর্মী বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে।