সাভারে নৌকার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তালুকদার মুহাম্মদ তৌহিদ জং মুরাদ বলেন, কার মাজায় কত জোর ৭ তারিখে দেখব। নৌকার মনোনীত প্রার্থীকে উদ্দেশ্য করে এমন হুংকার দিলেন সাবেক এই সংসদ সদস্য।
শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইলে মুরাদের নির্বাচনী অফিস উদ্বোধন ও প্রচারণা অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, অনেকেই এখন অনেক বড় বড় কথা কয়। আমি মুরাদ জং। আমার বাবা সাভারের দুইবার এমপি ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিছিল তিনবার। জনগনের ভোটে এমপি নির্বাচিত হয় একবার। এছাড়াও তিনি আরও বলেন, আমি কি ভাইসা আইছি? আমার বাপের
বাড়ি আশুলিয়া। আমি আশুলিয়ার সন্তান। কার মাজায় কতজোর তা আগেই জানা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যে প্রচারণায় ব্যস্ত প্রার্থী-সমর্থকরা। নির্ঘুম প্রচারণায় সময় কাটাচ্ছেন তারা। ভোটারদের নজর কাড়তে জনসংযোগ-মাইকিংয়ের পাশাপাশি সাঁটানো হয়েছে ব্যানার-পোস্টার ও ফেস্টুন।
এইদিকে নির্বাচন ঘিরে প্রার্থীদের মাঝে রয়েছে নানান মিশ্র প্রতিক্রিয়া। অন্ত নেই অভিযোগ-অনুযোগের।নির্বাচনী অফিস ভাঙচুর ও কর্মীদের হুমকিসহ একে অপরের প্রতি রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ।
সাভার উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে ঢাকা-১৯। এ আসনে নৌকা সমর্থিত ও স্বতন্ত্র দুই প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৪৭ হাজার ৩০১ জন।
প্রসঙ্গত, জানুয়ারির ৭ তারিখে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এইদিকে নির্বাচনকে সুশৃঙ্খল রাখতে সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।