কাশ্মীরের রাজৌরি পুঞ্চ এলাকার ডেরা কি গলিতে সেনার গাড়ি যখন যাচ্ছিল, তখন সন্ত্রাসবাদীরা গুলি চালায়। বুধবার রাত থেকে সেনা এই অঞ্চলে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযানে নেমেছিল। সেই অভিযান এখনো চলছে। গুলির লড়াই অব্যাহত আছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসবাদীদের গুলিতে পাঁচ সেনার মৃত্যু হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সূত্র খবর দিয়েছিল, ওখানে জঙ্গিরা আছে। সেইমতো সেনা ও পুলিশের যৌথ অপারেশন শুরু হয়।
গত মাসে রাজৌরির কালাকোটেতে অপারেশন চালাবার সময় পাঁচজন সেনার মৃত্যু হয়েছিল। গত কয়েক মাস ধরে রাজৌরি-পুঞ্চ এলাকায় সন্ত্রাসবাদীদের সঙ্গে সেনা ও পুলিশের একাধিক সংঘর্ষ হয়েছে। এই এলাকাটি সন্ত্রাসবাদীদের হটবেড বলে চিহ্নিত হয়েছে।
গত এপ্রিল ও মে মাসে এই এলাকাতেই ১০ জন সেনা জওয়ান মারা গেছিলেন। ২০২১ এর পর থেকে এই এলাকা শান্ত ছিল। কিন্তু ২০২৩-এ এই এলাকা রীতিমতো অশান্ত হয়ে ওঠে।
গত দুই বছরে কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অপারেশনের সময় ৩৫ জন সেনার মৃত্যু হয়েছে।