কৌতুক অভিনেতা শামিনুর রহমান ওরফে চিকন আলী আসন্ন নির্বাচনে অংশ নিতে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন। ইতোমধ্যে হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি। প্রার্থিতা ফিরে পেয়েই ভোটের মাঠে প্রচারে নেমে পড়েছেন তিনি।
বুধবার (২১ ডিসেম্বর) হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ার পর বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের পক্ষে তাকে কেটলি প্রতীক প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল রানা। চিকন আলীর পক্ষে প্রতীক গ্রহণ করেন তার স্ত্রী বদলগাছী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার কল্পনা।
প্রসঙ্গত, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় সমর্থনসূচক ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের গড়মিলের কারণে গত ৪ ডিসেম্বর শামিনুর রহমান চিকন আলীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। প্রার্থিতা ফিরে পেতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলে গত ১৩ ডিসেম্বর শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখেন নির্বাচন কমিশনের আপিল বোর্ড। পরে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনেরও সিদ্ধান্তের বিরুদ্ধে শামিনুর রহমান চিকন আলী গত ১৪ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে গত বুধবার হাইকোর্ট শামিনুর রহমান চিকন আলীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন।