সাতক্ষীরার তালায় একটি ম্যাগনেটিক সীমানা পিলার এক কোটি টাকায় কিনে পাঁচ কোটি টাকায় বিক্রির চেষ্টার সময় দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নগরঘাটা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন নগরঘাটা নিমতলা এলাকার বরুণ মণ্ডলের ছেলে দেবব্রত মণ্ডল (৩৫) ও যশোর জেলার কেশবপুর উপজেলার নেহালপুর (হাসানপুর) এলাকার মো. আতিয়ার রহমানের ছেলে মো. শরিফুল্লাহ বিশ্বাস (৩৬)।
পাটকেলঘাটা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) কৃষ্ণপদ সমাদ্দার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সীমানা পিলারসহ আসামিদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে তারা সীমানা পিলারটি এক কোটি টাকা দিয়ে কিনেছে। বিভিন্ন মাধ্যমে তারা সেটি পাঁচ কোটি টাকায় বিক্রির চেষ্টা চালাচ্ছিলেন। মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।