চুয়াডাঙ্গায় কনকনে ঠান্ডা আর হিম শীতল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা ওঠা-নামা করছে ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলিসয়াস। আর বাতাসের আর্দ্রতা ৭৮ শতাংশ। সকাল ছয়টায়ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষনাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, আগামীদিনে তাপমাত্রার পারদ আরও নীচে নামবে। এদিকে কনকনে শীতে সমস্যায় পড়ছে খেটে খাওয়া মানুষ। তাদের কাজে-কর্মে বের হতে কষ্ট হচ্ছে।
অন্যদিকে জেলায় শীতজনিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সদর হাসপাতালে শতাধিক শিশু রোগী ঠান্ডাজনিত নানা রোগ, ডায়রিয়া, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে।