রাজশাহী জেলার তানোরে মাদক সেবনের সময় হাতেনাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সরনজাই ইউপির কাসারদীঘি গ্রামের সারোয়ার হোসেন শাওন,তানোর পৌর এলাকার কালিগঞ্জ মাসিন্দা গ্রামের আলতাফ আলীর পুত্র সুমন ও মোহনপুর উপজেলার মহব্বতপুর ভাতপাড়া গ্রামের মোজাহারুল ইসলামের পুত্র হাফিজুর রহমান।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদকসহ কয়েকজন একটি বাড়িতে বসে থেকে মাদক হেরোইন সেবন করছে এমন নির্ভরযোগ্য একটি গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার সকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।