উপজেলা ও জেলা ভিত্তিক ন্যাশনাল ভলেন্টিয়ার এওয়ার্ড ২০২৩ এ বিভাগীয় পর্যায়ে ও জেলা পর্যায়ে “যুব দক্ষতা উন্নয়ন ,সম্প্রদায় উন্নয়ন এবং শিক্ষা উন্নয়ন ” এর উপর আন্তর্জাতিক সেচ্ছাসেবক এওয়ার্ড প্রদান করা
হয়েছে। মঙ্গলবার ( ১৯ ডিসেম্বর) খুলনা বিভাগীয় শহরে এওয়ার্ড দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, কান্ট্রি ডিরেক্টর/, পি, আই, এল, ভি,এস, ও, বাংলাদেশ , কবিরুল হক কামাল।
মোঃ শফিকুর রহমান,প্রকল্প পরিচালক, ভি,এস, বাংলাদেশ।মোঃ মোস্তাক উদ্দিন,উপ- পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, খুলনা। প্রফেসর মাসুদা সুলতানা,অধ্যক্ষ, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ।মি. মিসমাইল হোসাইন, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ। সরকারি বি,এল, কলেজ খুলনা। সেকেরা বানু, গ্রীন নারী কল্যান ফাউন্ডেশন এবং প্রাক্তন অধ্যক্ষ দৌলতপুর ডে নাইট কলেজ, খুলনা। মাহামুদ হাসান, নির্বাহী পরিচালক এডোব, খুলনা প্রমুখ।
বিভাগীয় পর্যায়ে এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তুলারামপুর ইউনিয়নের কৃতি সন্তান মোঃ ফয়সাল শিকদার সেতু এ এওয়ার্ড পান। মোঃ ফয়সাল শিকদার সেতু বিভাগীয় পর্যায়ে ৫ জনের মধ্যে ৪র্থ হয়।জেলা পর্যায়ে ১ম হন। খুলনা বিভাগে মোট ১৬ জন সেচ্ছাসেবীকে এ এওয়ার্ড দেওয়া হয়।
এ বিষয়ে তুলারামপুর মধ্যপাড়া যুব সংঘ ও সমাজ কল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং খুলনা বিভাগীয় উয়থ ফোরাম কমিটি ভি,এস, বাংলাদেশ ও সদস্য, মোঃ ফয়সাল শিকদার সেতু বলেন,আমাকে উপজেলা ও জেলা ভিত্তিক ন্যাশনাল ভলেন্টিয়ার এওয়ার্ড ২০২৩ এ বিভাগীয় পর্যায়ে ও জেলা পর্যায়ে “যুব দক্ষতা উন্নয়ন ,সম্প্রদায় উন্নয়ন এবং শিক্ষা উন্নয়ন ” এর উপর আন্তর্জাতিক সেচ্ছাসেবক এওয়ার্ড প্রদান করা হয়েছে।যা আমাকে আগামী দিনে স্বেচ্ছাসেবার কাজ করতে আগ্রহ বাড়িয়ে দেয় এবং একটা শিক্ষিত বেকার ও মাদকমুক্ত সুস্থ সুন্দর সুশৃংখল সমাজ গড়তে অনুপ্রেরণা যোগায়। নবান্ন নড়াইলের মাধ্যমে নড়াইলে ভি এস ও এর সকল কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে, ধন্যবাদ জানাই নবান্ন নড়াইলকে আমাকে এমন একটা জায়গায় এড করার জন্য। সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন আগামী দিনে সমাজের জন্য ভালো কিছু করতে পারি।