মানিকগঞ্জের দৌলতপুরে মহান বিজয় দিবস উপলক্ষে দৌলতপুর উপজেলা প্রেসক্লাব আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে হাসপাতাল টিম চ্যাম্পিয়ন হয়েছে।
রবিবার ১৭ই ডিসেম্বর, ২০২৩ইং তারিখে মহান বিজয় দিবস উপলক্ষে দৌলতপুর উপজেলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়।এই টুর্নামেন্টে হাসপাতাল টিম চ্যাম্পিয়ন হয়, রানার্স আপ হয় থানা টিম।
উক্ত টুর্নামেন্টে দৌলতপুর উপজেলার উপজেলা প্রশাসন টিম, থানা টিম, উপজেলা ম্যাচ টিম, পল্লী বিদ্যুৎ টিম, হাসপাতাল টিম, উপজেলা প্রেসক্লাব টিম, অংশ গ্রহন করে।
এই খেলায় সম্পূর্ণ আন্তর্জাতিক নিয়মে খেলাটি পরিচালিত হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন জনাব শওকত তাকে সহযোগিতা করেন রফিক।
খেলাটির আয়োজন এবং পরিচালনায় ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরী। সমগ্র খেলা ও পুরষ্কার বিতরণীর বিশেষভাবে তত্ত্বাবধান করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক সালমান খান, এছাড়াও সহযোগিতায় ছিলেন উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
খেলা শেষে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। সবশেষে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সবাইকে ডিনার করানো হয়।