বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম ও প্রেসক্লাব যৌথভাবে মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন।
সকাল ৬টায় ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান ও ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হানের নেতৃত্বে শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, একুশে টিভির জেলা প্রতিনিধি ও ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সময় টিভির লোটাস রহমান সোহাগ, এটিএন বাংলা ও এটিএন নিউজের নিজাম জোয়ার্দ্দার বাবলু, বৈশাখী টিভির রফিকুল ইসলাম মন্টু, চ্যানেল২৪ এর সাদ্দাম হোসেন, এসএ টিভির ফয়সাল আহমেদ, মাইটিভির মিঠু মালিতা, মোহনা টিভির সোহেল আহম্মেদ, নিউজ২৪ এর রুহুল আমিন, বিজয় টিভির জহুরুল হক, জিটিভির ওলিয়ার রহমান ও বাংলা ভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি আসিফ ইকবাল মাখন।