১৬ ডিসেম্বর বাঙালি জাতির আনন্দ ও গৌরবের দিন মহান বিজয় দিবসে জাজিরা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পমাল্য অর্পণ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)
১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসটি সারাদেশে ঝাঁকজমক ও উৎসবমুখর আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়।
তারই ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর (শনিবার) দিনের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাজিরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাংবাদিক সমিতি (বিএমএসএফ) জাজিরা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, জাজিরা প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি বুলেট হাকিদার ও (বিএমএসএফ) জাজিরা উপজেলা শাখার সকল সদস্য বৃন্দ।