চট্টগ্রামের বাঁশখালীতে পেঁয়াজের অতিরিক্ত দাম, মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয় রসিদ না থাকায় সাত দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুল খালেক পাটোয়ারী ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে উপজেলার শীলকূপ টাইমবাজার, চাম্বল বাজার, পুইঁছড়ি প্রেমবাজারে পাইকারি কাঁচা বাজার ও খুচরা কাঁচা বাজারে এই জরিমানা করেন। এ সময় ভ্রাম্যমাণ অভিযানের খবর পেয়ে পালিয়েছেন বেশকয়েকজন অসাধু ব্যবসায়ী।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, ভারত থেকে আমদানি বন্ধের ঘোষণায় রাতারাতি পেঁয়াজের মূল্য বৃদ্ধির অভিযোগ রয়েছে। আজ অভিযান পরিচালনা করে পেঁয়াজের অতিরিক্ত মূল্য, ক্রয়-বিক্রয় রসিদ না থাকা ও মূল্য তালিকা না থাকার অভিযোগে উপজেলার টাইম বাজার, চাম্বল বাজার, পুঁইছড়ি প্রেম বাজারে ৭ দোকানীকে সর্বমোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ জাতীয় আরো খবর ....