আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীর ৭ নং সরল ইউপি বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে নৌকার সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর (শনিবার) রাতে সাড়ে ৭টার দিকে উপজেলার ৭ নং সরল ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ওই পরিষদের সভাপতি শহিদুল ইসলাম আরমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবসার উদ্দিন চৌধুরী জান্টু।
এতে বক্তব্য রাখেন, সরল ইউপি বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান, বঙ্গবন্ধু পরিষদ ৫ নং ওয়ার্ডের সভাপতি সৈয়দ আহমদ রাজু, ৬ নং ওয়ার্ড সভাপতি হারুন রশীদ, ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতলব ও আওয়ামী নেতা জসিম উদ্দিন প্রমূখ।এসময় সরল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।