দাদা এখন খুব ছুটছে
নেতা-কর্মীও খুব জুটছে
চারিদিকে চলছে যে উচ্ছাস,
এক আসনে চলছে যেনো
ভোটের জলোচ্ছ্বাস।।
দিন বদলের উঠলো হাওয়া
হিসেব নিকেশ বুঝে পাওয়া
আমজনতাও এবার ভীষণ সজাগ,
পাল্টে যাবে সাত তারিখে
যোগ বিয়োগ গুণ এবং ভাগ।।
চুয়াডাঙ্গা- আলমডাঙ্গায়
এসো ভোটের আবির রাঙায়
দিলীপ দাদাই সত্যিকারের নেতা,
এই কারণে ভোটযুদ্ধ
সহজ হবে জেতা।