নওগাঁয় ছোট ভাইকে হত্যার মামলার আসামি বড় ভাই মো. রাজু হোসেনকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শনিবার (৯ ডিসেম্বর) ভোরে বদলগাছী উপজেলার দরিয়াপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজু ওই এলাকার দরিয়াপুর গ্রামের প্রয়াত বেলাল হোসেনের ছেলে।
শনিবার সকালে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গত বুধবার বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের প্রয়াত বেলাল হোসেনের ছেলে সাজু ও রাজুর মধ্যে মোটরসাইকেল কেনা নিয়ে তর্ক শুরু হয়। এর একপর্যায়ে বড় ভাই রাজু ছোট ভাই সাজুর দিকে ইট ছুঁড়ে মারে। এতে সাজু গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় সাজুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়।
র্যাব আরও জানায়, মামলা হওয়ার পর থেকে র্যাব-৫, সিপিসি-৩-এর গোয়েন্দা দল আসামি রাজুর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। শনিবার ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় নিজবাড়ি থেকে আসামি রাজুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আসামিকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।