র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
র্যাব-৬ ও র্যাব-০৮ এর একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, গত ০৬/০৫/২০১৬ তারিখ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজলোর দাসখালি গ্রামের মনির সরদারের বাগান থেকে ওবাইদুল শিকদার(৩০) এর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এসময় তার গলায় রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া যায়। আসামীরা ওবায়দুলের ভ্যানটি ছিনতাই করতে তাকে গলা কেটে হত্যা করে লাশ ফেলে চলে যায়। এ ঘটনায় বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন ভিকটিম ওবায়দুলের পিতা জহর সিকদার। পরবর্তীতে বাগেরহাট জেলা ও দায়রা জজ গত ২৩/১১/২০২৩ তারিখ মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত ০২ জন আসামীকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। পরবর্তীতে র্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৬ ডিসেম্বর ২০২৩ তারিখ র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) এবং র্যাব-০৮ (স্পেশাল কোম্পানি) এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ২০১৬ সালের বাগেরহাটের চাঞ্চল্যকর ভ্যানচালক ওবায়দুল সিকদার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বাগেরহাটের ফকিরহাট থানাধীন কাটাখালী মোড় এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ বাগেরহাটের ফকিরহাট থানাধিন কাটাখালী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ১। ইমরান শেখ(২২), পিতা: মুনসুর শেখ, সাং-মোহনপুর, থানা: মোরেলগঞ্জ, জেলা: বাগেরহাট’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।