কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের মাজিলা গ্রামের বাসিন্দা জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মনির উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে ৷
সোমবার (৪ ডিসেম্বর) সকালে মাজিলা কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে মাজিলা মাদরাসা মাঠে জানাযার নামাজের পূর্বে কুষ্টিয়া সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সাবেক সেনা কর্মকর্তা হিসেবে যশোর সেনানিবাসের ওয়ারেন্ট অফিসার জিন্নাহর নেতৃত্বে ১১ জন সদস্য তাকে গার্ড অব অর্নার ও রাষ্ট্রীয় সালাম প্রদান করেন ৷
গার্ড অব অর্নার শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেনের নেতৃত্বে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সফর উদ্দিন, পাটিকাবাড়ী ইউপি চেয়ারম্যান শেখ রেজভী উজ্জামান এর পক্ষ থেকে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মনির উদ্দিনের মরদেহে ফুলেল শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন ৷
মরহুম মনির উদ্দিনের পুত্র ক্বারী মশিউর রহমানের সূত্রে জানা যায়- রবিবার (৩ডিসেম্বর) দুপুরের দিকে মাজিলা গ্রামে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারনে তার পিতার মৃত্যু হয় ৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি তিন পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ব্যক্তিগত জীবনে মনির উদ্দিন মনি ছিলেন অত্যন্ত মানবদরদী ও দেশপ্রেমিক। দেশ মাতৃকার টানে ১৯৭১ সালে ৮ নং সেক্টরের অধীনে বীরত্বের সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ সেনা বাহিনীতে যোগ দেন এবং চাকুরী শেষে নিজ বাড়ীতেই অবসর জীবনযাপন করছিলেন ৷