মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল “টুর্নামেন্ট” অনুর্ধ(বালক) -২০২২ এর ২য় গ্রুপের খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮মে) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাঘড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় গ্রুপের বাঘড়া ইউনিয়ন বনাম রাঢ়ীখাল ইউনিয়ন, কোলাপাড়া ইউনিয়ন বনাম শ্যামসিদ্ধি ইউনিয়ন, শ্রীনগর ইউনিয়ন বনাম পাটাভোগ ইউনিয়নে এ ফুটবল টুনামেন্টের খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কোলাপাড়া ইউনিয়ন আঃলীগের সভাপতি এম মাহবুব উল্লাহ কিসমত,পিআইও আশেকুর রহমান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মামুন,শ্যামসিদ্ধি ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, বাঘড়া ইউপি চেয়ারম্যান আবু আল নাসের তানজিল,রাঢ়ীখাল ইউপি চেয়ারম্যান বারেক খান বারী,বাঘড়া ইউনিয়ন আঃলীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ।