দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও -২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা মার্কায় মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম সুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর ) বিকাল সাড়ে ৩ টায় হরিপুর উপজেলা নিবার্হী অফিসার আরিফুজ্জামানের নিকট মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন,হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, হরিপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম আলমগীর,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প,মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি,
উপজেলা আওয়ামী লীগের সদস্য শরিফ উদ্দিন সরকার শরিফ প্রমুখ।